করৈয়া বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়
প্রতিষ্ঠাকাল - ১৮৮৮ খ্রিঃ


  • প্রধান শিক্ষকের বার্তা


    • যোগ্য ও দক্ষ মানব সম্পদ গঠনে গুনগত শিক্ষার বিকল্প নেই। তাই ‍শিশু কিশোরদের তথ্য প্রযুক্তিসমৃদ্ধ, নৈতিক মূল্যবোধসম্পন্ন, বিজ্ঞান ভিত্তিক আধুনিক পাঠক্রমিক শিক্ষার সমন্বয়ে উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মা নের মহানব্রত নিয়ে কাজ করছে করৈয়া বহুপার্শ্বিকে উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ে রয়েছে অত্যাধুনিক বিজ্ঞানাগার, ডিজিটাল কম্পিউটার ল্যাব, দূরের শিক্ষার্থীদের  জন্য হোস্নেটেলের ব্যবস্থা, একই বিদ্যালয়ে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করনের সুবিধা। ক্রান্তিকালের এ রুপকল্পের সফল বাস্তবায়নে প্রয়োজন পঞ্চমূখী তথা- শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, কমিটি ও সরকারের সর্বত্মক সহযোগীতা। সময়ের দাবী মেটাতে প্রযুক্তিগত উন্নয়নের যুগে আমাদের  রয়েছে একটি ডায়নামিক ওয়েবসাইট। ডায়নামিক ওয়েবসাইটের মাধ্যমে আমরা বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত ও প্রাসঙ্গিক বিষয়াবলীর হালনাগাদ তথ্য জানাতে পারছি। এ ওয়েবসাইটে আমাদের বিদ্যালয়ে প্রতিষ্ঠার ইতিহাস থেকে শুরু করে প্রত্যেক শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীসহ সকলের বিস্তারিত তথ্য আছে। বিদ্যালয়ের দৈনন্দিন কর্মকান্ড বিশেষ করে শিক্ষার্থী সংশ্লিষ্ট বিভিন্ন বিজ্ঞপ্তি ও তাদের পরীক্ষার ফলাফল ইত্যাদি বিষয়ে তথ্য প্রকাশিত হয়ে থাকে। মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন-২০২১ এর সাথে একাত্বতা ঘোষণা করে প্রযুক্তিগত উন্নয়নের মধ্য দিয়েই আমরাও আমাদের প্রতিষ্ঠানটিকে উন্নয়নের লক্ষ্যে এগিয়ে নিতে চাই।



  • কপিরাইট © 2024 করৈয়া বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয় সমস্ত অধিকার সংরক্ষিত.
    ডেভেলপ করেছে  স্কিল বেসড আইটি